আমাদের দেশলাইফস্টাইল

ডার্ক সার্কেল এবং চোখের নীচের কালো দাগ থেকে মুক্তি পাওয়ার সেরা ৫টি উপায়।

ডার্ক সার্কেল এবং চোখের নীচের কালো
305views

ডার্ক সার্কেল এবং চোখের নিচের কালো দাগ দূর করার জন্য নিচের ‍টিপস গুলো আশাকরি আপনাদের কাজে লাগবে।সময় এবং ধৈর্য নিয়ে টিপসগুলো ব্যবহার করুন।ভালো ফলাফলের জন্য টিপসগুলো অবশ্যই ৫-৬ সপ্তাহ ধারাবাহিক ভাবে অনূসরণ করুন।

১. ভিটামিন ই তেলঃ

ভিটামিন ই ফ্রি র‌্যাডিকেলগুলির প্রভাবের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।রাতে শোবার আগে চোখের নীচে একফোটা ভিটামিন ই তেল আলতো করে লাগিয়ে হালকা ম্যাসেজ করে সকাল পর্যন্ত রেখে দিন। সকালে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

২. শসাঃ

শসা ত্বকের উজ্জলতা ও তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।তাই চোখের নীচে কালো দাগ দূর করতে শসা খুবই গুরুত্বপূ ভূমিকা রাখে।শসার রস চোখের নিচে লাগিয়ে ম্যাসেজ করলে ভালো ফলাফল পাওয়া যায়।

৩. কমলার রসঃ

যেহেতু কমলালেবুর রসে ভিটামিন এ এবং সি উভয় উপাদানই বিদ্যমান তাই এটি আপনার চোখের নীচের কালো দাগ সরিয়ে দিতে সহায়তা করতে পারে। কমলার রসে কয়েক ফোঁটা গ্লিসারিন যুক্ত করুন এবং তারপরে আপনার চোখের নীচে লাগিয়ে নিন।

৪. আলুঃ

আলুতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি।যা উজ্জল ত্বক ও তারুণ্যকে ধরে রাখতে সাহায্য করে ।আলু খোসাসহ বেটে বা পেস্টের মতো করে চোখের উপরে মাখিয়ে  ১০ মিনিট রাখুন এবং তারপরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫. দুধঃ

চোখের কালো দাগ ও ফোলাভাব দূর করতে পারে দুধ। ঠাণ্ডা  দুধে একটি কটন বল ভিজিয়ে চোখের কালো জায়গাতে লাগিয়ে দশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে চোখের ফোলাভাব কমে যাবে এবং কালো দাগ দূর হবে।

আরো পড়ুনঃ-বিশ্বের ৫টি বিলাসবহুল হোটেল।

Source :