
10views
আর কটা দিন, তারপর মা চিত্রনায়িকা পরীমণির ঘরে আসবে ফুটফুটে সন্তান। অনাগত সন্তানের অপেক্ষায় আপাতত সিনেমার কাজ থেকে দূরে আছেন। বাসার বাইরেও তার দেখা নেই বললেই চলে। তবে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ঠিকই নজরে আছেন পরী।
রবিবার (৩১ জুলাই) পরীকে দেখতে তার বাসায় গিয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। পরী তাকে ‘মা’ বলেই সম্বোধন করেন। তিনি পরীর জন্য নানান পদের খাবার রান্না করে নিয়ে যান। পরম আদরে নিজ হাতে পরীর প্লেটে খাবার তুলে দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
