
42views
ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে (ডিআর কঙ্গো) জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অবদান রাখায় বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্ট বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ (বিএএনএফপিইউ-১) রোটেশন-১৫কে শান্তিরক্ষা পদক দেওয়া হয়েছে।
দেশটির রাজধানী কিনশাসার ইনকালে বিএএনএফপিইউ-১ ক্যাম্পে স্থানীয় সময় বৃহস্পতিবার প্যারেড অনুষ্ঠানের মাধ্যমে কন্টিনজেন্টের সব সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত করেন কঙ্গোয় নিয়োজিত মনুস্কোর পুলিশ কমিশনার মোডি বেরেথ।
পদক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে শান্তিরক্ষা দলের সবাইকে এ পদক পরিয়ে দেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
