
রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রমনা বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক হারুন-অর-রশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার।
হারুনকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত ের ঘোষণা দিয়ে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ থেকে এডিসি হারুনকে জনশৃঙ্খলা ব্যবস্থাপনা বিভাগে বদলি করা হয়। পরবর্তীতে তাকে পুনরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।
ঘটনার দিন রাত ৯টার দিকে এডিসি হারুন সহ অন্যান্য পুলিশ সদস্যরা ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে আসেন, সেখানে ছাত্রলীগ নেতারা দাবি করেন, প্রায় এক ঘণ্টা ধরে তাদের ওপর পুলিশি নির্যাতন চালানো হয়।
আহতরা হলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনিম। দু’জনেই বর্তমানে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।