
10views
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১০১তম বারের মতো স্থগিত করা হয়েছে।
মামলার তদন্তের দায়িত্বে থাকা র ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র ্যাব) নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম রাশিদুল আলম তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
সাংবাদিক দম্পতি হত্যার পর থেকে সাংবাদিক সমাজ দ্রুত বিচারের দাবি জানিয়ে আসছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও তদন্তে প্রায় কোনো অগ্রগতি হয়নি।