ইসরায়েলের আক্রমণে গৃহহীন ফিলিস্তিনিরা গাজায় খুবই খারাপ অবস্থায় আছেন। সেখানে শিশুরা প্রায়ই সারা দিন না খেয়ে থাকে এবং হাজার হাজার মানুষ একটি টয়লেট ব্যবহার করছে। অক্সফাম এই তথ্য জানিয়েছে।

সম্প্রতি রাফা শহরে ইসরায়েলের হামলা বাড়ার কারণে অন্য স্থান থেকে আসা লোকজনও পালাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, রাফা থেকে ১০ লাখের বেশি মানুষ পালিয়ে গেছে।

অক্সফাম বলছে, গাজার অধিকাংশ মানুষ খুব কম জায়গায় গাদাগাদি করে থাকছে। ইসরায়েলের সহযোগিতার আশ্বাস থাকলেও গাজার বেশির ভাগ এলাকায় মানবিক সহায়তা পৌঁছাচ্ছে না। দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে।

মে মাসের এক জরিপে দেখা গেছে, গাজার ৮৫ শতাংশ শিশু প্রতি তিন দিনে অন্তত একদিন না খেয়ে থাকে।

৬ মে রাফায় স্থল অভিযান শুরু হওয়ার পর সেখানে দিনে মাত্র আটটি ত্রাণবাহী ট্রাক ঢুকছে।

রাফায় বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই। মানুষ সাগরের পানির ওপর নির্ভর করছে। অক্সফামের কর্মী মিরা বলেন, ‘এখানে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই। মানুষকে সাগরের পানির ওপর নির্ভর করে বেঁচে থাকতে হচ্ছে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার লোকজনের ক্ষুধার শিকার হওয়ার অভিযোগ ভুল। দুর্ভিক্ষ এড়াতে সবকিছু করা হয়েছে।

দক্ষিণ গাজার আল-মাওয়াসির এলাকায় ৫ লাখ মানুষের জন্য মাত্র ১২১টি টয়লেট রয়েছে, অর্থাৎ একটি টয়লেট ব্যবহার করছে প্রায় ৪ হাজার মানুষ।

গত ৭ অক্টোবর ইসরায়েল গাজায় হামলা শুরু করে, এতে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই নারী ও শিশু।