ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী একটি জাতিসংঘ পরিচালিত বিদ্যালয়ে হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ১৬ জন মানুষ নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি তথ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এ ঘটনা নুসেইরাত শরণার্থী শিবিরের আল–জাউনি বিদ্যালয়ে ঘটেছে। এ হামলায় অন্তত ৭৫ জন আহত হয়েছেন, যার মধ্যে প্রাণ গেছে অন্তত ১৬ জনের।
এই বিদ্যালয়টি আগে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য একটি আস্থান হিসেবে ব্যবহার হতো, যা জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালনা করে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অক্টোবর মাসের শুরুটা থেকে ইসরায়েলি হামলার কারণে উপত্যকাজুড়ে প্রায় ৩৮ হাজার মানুষের প্রাণ গেছে, যেসবের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এ ক্ষেত্রে খাদ্য, পানি, চিকিৎসা ও ঔষধের অভাবে গাজাবাসীরা একটি চরম মানবিক সংকটের মধ্যে পড়ে থাকছেন।