ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশ সরকার জাতীয় শোক ঘোষণা করেছে। ২৩ মে বৃহস্পতিবার একটি স্মরণসভা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে পতাকা অর্ধনমিত রাখা হবে।

বাংলাদেশের সব মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ প্রার্থনার আয়োজন করবে।

ইরানের প্রেসিডেন্ট রোববার পূর্ব আজারবাইজান থেকে ফেরার সময় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। এ দুর্ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা নিহত হয়েছেন।