সরকারি চাকরির সব গ্রেড থেকে কোটা বাতিলের একদফা দাবিতে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি বাস্তবায়নে শাহবাগে অবস্থান নিয়েছেন কোটাবিরোধীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে শাহবাগে প্রবেশ করতে চাইলে জাতীয় গণগ্রন্থাগারের সামনে পুলিশি বাধার মুখে পড়েন তারা।
সেখানে অন্যান্য দিনের তুলনায় বেশি সংখ্যক পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। তবে আন্দোলনকারীদের সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় আজ বেশি বলে জানা গেছে।
পরে বিকেল ৫টার দিকে পুলিশি বাধা উপেক্ষা করে তারা শাহবাগে অবস্থান নেন। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন। তখন পুলিশ ঘটনাস্থল থেকে দুটি সাজোয়া যান সরিয়ে নেয় এবং পিছু হটে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোটাবিরোধীরা শাহবাগ থেকে কারওয়ান বাজারের দিকে মিছিল নিয়ে যাচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীকে সমবেত হতে দেখা গেছে।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। এর মধ্যে গত রবিবার তারা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেন। প্রথম দুই দিন রবিবার ও সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।
মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের পর বুধবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত আবার সড়ক ও রেলপথ অবরোধ করেন। তাদের এ কর্মসূচিতে সারা দেশ থেকে রাজধানী অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। সারা দিনের অবরোধে সড়কে যানবাহন আটকে থাকায় রাজধানীবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।