হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য শাটল বাসসেবা চালু করেছে বিআরটিসি। এই বাসসেবা চলবে বিমানবন্দর টার্মিনাল-২, গোলচত্বর, উত্তরা জসীমউদ্‌দীন রোড, রেলওয়ে স্টেশন, এবং টার্মিনাল-৩ এর মধ্যে।

আজ বুধবার এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

প্রাথমিকভাবে দুটি শাটল বাসের উদ্বোধন করা হয়েছে ক্যানোপি-২ আগমনী হলের সামনে।

বিআরটিসি জানিয়েছে, বিমানবন্দরে গাড়ি না থাকলে যাত্রীদের হেঁটে বাস বা ট্রেন ধরতে হয়। এই সমস্যা সমাধানের জন্য শাটল বাসসেবা চালু করা হয়েছে। এই বাসগুলোতে লাগেজ রাখার ব্যবস্থাও রয়েছে।

বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, পুরোনো বাসগুলো মেরামত করে চালু করা হয়েছে। চাহিদা বাড়লে নতুন বাসও যুক্ত করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানসহ বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুর্নীতি বিষয়ে সড়কমন্ত্রীর বক্তব্য

উদ্বোধনী অনুষ্ঠানে সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। এখানে দুর্নীতি নেই, এমন দাবি সরকার করে না। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি রাজনীতিবিদেরাও দুর্নীতি করেন।

তিনি আরও বলেন, “আমরা সবাইকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে। প্রথমে নিজের দিকে তাকানো উচিত। আমাদের নিজেদের মধ্যেও দুর্নীতি আছে। দুদক এই বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং স্বাধীনভাবে তদন্ত করছে।”

ওবায়দুল কাদের বলেন, যেই দুর্নীতি করুক, সরকারের শূন্য সহনশীলতা নীতি বজায় থাকবে। দুদক দুর্নীতি তদন্তে স্বাধীনভাবে কাজ করছে এবং সরকার এতে কোনো হস্তক্ষেপ করেনি ও করবে না।