বৃহস্পতিবার, ৬ জুন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। দীর্ঘ আলোচনার পর আগামী ৩০ জুন বাজেট পাস হবে। এর আগে, ১০ জুন চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংসদ সচিবালয় জানায়।
অধিবেশন শুরুর প্রথম দিনে শোকপ্রস্তাব উত্থাপন ও সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন করবেন স্পিকার। সম্প্রতি ভারতে নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজীমের আসন শূন্য ঘোষণার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় শোকপ্রস্তাবে তার নাম থাকবে না। শোকপ্রস্তাবের পর অধিবেশন মুলতবি না করে অন্যান্য কার্যসূচি চলবে।
বাজেট অধিবেশন শুরুর আগে বিকেল ৩টায় জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা জিএম কাদেরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকবেন। এই বৈঠকে বাজেট অধিবেশনের কার্যসূচি নির্ধারণ করা হবে এবং বাজেট নিয়ে কতদিন ও কত ঘণ্টা আলোচনা হবে তা ঠিক করা হবে।
এবারের বাজেট অধিবেশন দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এই অধিবেশনে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রায় আট লাখ কোটি টাকার বাজেট উত্থাপন করা হবে। এটি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট প্রস্তাব।