কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ‘রাজাকার, রাজাকার’ স্লোগানের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ বিক্ষোভ-মিছিল ও ছাত্র সমাবেশের আয়োজন করেছে। নেতারা বলেন, এই স্লোগান পুরো ছাত্র সমাজকে ব্যথিত করেছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় দলীয় টেন্ট থেকে বিক্ষোভ-মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে শেখপাড়া বাজার ঘুরে আবার দলীয় টেন্টে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়।
গতকাল রবিবার রাতে ক্যাম্পাসে ‘তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা। এর প্রতিবাদে শাখা ছাত্রলীগ এই বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশের আয়োজন করে।
সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘গত রাতে কিছু শিক্ষার্থী নিজেদেরকে ‘রাজাকার’ দাবি করে স্লোগান দিয়েছে, যা পুরো ছাত্র সমাজকে ব্যথিত করেছে। আজ থেকে এই বাংলায় কেউ ‘রাজাকার, রাজাকার’ স্লোগান দিলে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাটিতে কেউ যদি আবার ‘তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার’ স্লোগান দেয়, তাহলে তাদেরকে সমূলে উৎপাটন করা হবে।’
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘যারা এ ধরনের স্লোগান দিবে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। যারা নিজেদেরকে ‘রাজাকার’ দাবি করে, তারা স্বাধীনতাবিরোধী শক্তি এবং তারা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে চায়। আগামীতে কেউ এ ধরনের ধৃষ্টতা দেখালে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রলীগ তা প্রতিহত করবে।’