ফিলিস্তিনের গাজা শহরে একটি মসজিদে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এতে শিশুসহ অন্তত ১৬ জন মারা গেছেন।
আল-জাজিরা আরবির সংবাদকর্মী জানিয়েছেন, গাজার উত্তরাঞ্চলের ফাতিমা আল-জাহরা মসজিদে হামলা হয়েছে। এতে নিহতের সংখ্যা ১০ থেকে বেড়ে ১৬ জন হয়েছে।
নিহতদের মধ্যে ১০ জন শিশু রয়েছে।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে। এতে আবাসিক ভবন, শরণার্থী শিবির, হাসপাতাল, মসজিদ এবং ত্রাণ বহরও আক্রান্ত হয়েছে।
হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কয়েক মাস ধরে চলা এই হামলায় ৩৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। লাখো ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছেন।
এছাড়া গাজা উপত্যকাজুড়ে হামাসের হাতে এখনো শতাধিক ইসরায়েলি জিম্মি রয়েছে।