ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) পরীক্ষামূলকভাবে স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করেছে। বুধবার (৩ জুলাই) দুপুরে বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন মেয়র মো. আতিকুল ইসলাম।

মেয়র বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করেছে। বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজে তিনটি বাস দিয়ে এটি শুরু হলো। পর্যায়ক্রমে অন্যান্য স্কুলেও এই সার্ভিস চালু হবে। এটি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং পরিবেশ রক্ষায় সহায়তা করবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘ সময় ধরে এই স্কুলে বাস সার্ভিস চালুর জন্য কাজ করতে হয়েছে। বনানী এলাকায় তীব্র যানজট থাকায় প্রাথমিকভাবে এখানে এই সার্ভিস শুরু করার উদ্যোগ নিয়েছি। কয়েকটি স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে একাধিকবার মিটিং করে বাস সার্ভিসের সুবিধা সম্পর্কে তাদের বুঝিয়েছি। সফলভাবে বিদ্যা নিকেতন স্কুলে কার্যক্রমটি শুরু করতে পেরেছি। অন্যান্য সরকারি ও বেসরকারি স্কুলগুলোকে আহ্বান করছি বাস সার্ভিসের আওতায় আসার জন্য।’

অনুষ্ঠানের প্রধান অতিথি, শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষায় যে বিনিয়োগ করছেন তার সঙ্গে সিটি কর্পোরেশন যোগ হলে তা ভিন্ন মাত্রা পায়। এই স্কুল বাস সার্ভিস চালু করে ডিএনসিসি একটি যুগান্তকারী অধ্যায় শুরু করল। আমরা অনুরোধ করবো বাস সার্ভিসটি শুধু স্কুল ভিত্তিক না করে এলাকা ভিত্তিক করার জন্য।’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানায়, বিদ্যা নিকেতন স্কুলের ৪৬০ জন শিক্ষার্থী ইতিমধ্যে এই সার্ভিসের আওতায় এসেছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী জানুয়ারিতে তিন হাজার শিক্ষার্থী স্কুল বাস সার্ভিসের আওতায় আসবে। এজন্য ২০টি বাস প্রয়োজন হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শবনম জাহান শিলা, হাছিনা বারী চৌধুরী, খালেদা বাহার বিউটি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, ডিএনসিসির ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ও বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান।