সরকার নির্ধারিত নতুন অফিস সময়সূচির কারণে মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময় পরিবর্তন হচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে এই তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

৬ জুন সরকার অফিসের নতুন সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘোষণা করেছে, যা ১৯ জুন থেকে কার্যকর হবে। একই দিনে মেট্রোরেলের নতুন সময়সূচিও কার্যকর হবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, মেট্রোরেল আগের মতোই শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকবে। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস মেট্রোরেলে বহন করা যাবে না। ইতিপূর্বে আরোপিত অন্যান্য নিষেধাজ্ঞা বহাল থাকবে। ১৭ জুন ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭:১০ থেকে ৭:৩০ পর্যন্ত বিশেষ অফ পিক আওয়ার থাকবে, এই সময় ১০ মিনিট পরপর মেট্রোরেল চলবে। সকাল ৭:৩১ থেকে বেলা ১১:৩৬ পর্যন্ত পিক আওয়ার থাকবে, তখন ৮ মিনিট পরপর ট্রেন চলবে। বেলা ১১:৩৭ থেকে দুপুর ২:২৪ পর্যন্ত অফ পিক আওয়ার, তখন ১২ মিনিট পরপর ট্রেন চলবে। দুপুর ২:২৫ থেকে রাত ৮:৩২ পর্যন্ত আবার পিক আওয়ার, তখন ৮ মিনিট পরপর ট্রেন চলবে। রাত ৮:৩৩ থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ অফ পিক আওয়ার থাকবে, তখন ১০ মিনিট পরপর ট্রেন চলবে।

মতিঝিল থেকে উত্তরা উত্তরের জন্য সকাল ৭:৩০ থেকে ৮টা পর্যন্ত বিশেষ অফ পিক আওয়ার থাকবে, তখন ১০ মিনিট পরপর ট্রেন চলবে। সকাল ৮:০১ থেকে দুপুর ১২:০৮ পর্যন্ত পিক আওয়ার, তখন ৮ মিনিট পরপর ট্রেন চলবে। দুপুর ১২:০৯ থেকে ৩:০৪ পর্যন্ত বিশেষ অফ পিক আওয়ার, তখন ১২ মিনিট পরপর ট্রেন চলবে। বিকেল ৩:০৫ থেকে রাত ৯:১২ পর্যন্ত পিক আওয়ার, তখন ৮ মিনিট পরপর ট্রেন চলবে। রাত ৯:১৩ থেকে ৯:৪০ পর্যন্ত বিশেষ অফ পিক আওয়ার থাকবে, তখন ১০ মিনিট পরপর ট্রেন চলবে।

এম এ এন ছিদ্দিক আরও বলেন, শনিবার ছাড়া সব সরকারি ছুটির দিনে মেট্রোরেল ১২ মিনিটের পরিবর্তে ১৫ মিনিট পরপর চলবে।

মেট্রোরেলের ভাড়া বৃদ্ধির প্রশ্নে এম এ এন ছিদ্দিক জানান, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ভাড়া বাড়বে। ৩০ জুনের আগে তা জানানো সম্ভব হবে না।

এছাড়া তিনি জানান, বর্তমানে প্রতিটি মেট্রোরেলে গড়ে ১,৬০০ থেকে ১,৭০০ যাত্রী যাতায়াত করে, যা ধারণক্ষমতা ২,২০০। দিনে গড়ে ৩ লাখ ২৫ হাজার যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন। বর্তমানে দিনে ১৯৪ বার মেট্রোরেল চলাচল করে, যা ১৯ জুন থেকে ১৯৬ বার হবে।