কোরবানির ঈদ সামনে রেখে মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস বহন করা যাবে না। পূর্বের নিষেধাজ্ঞাগুলোও বহাল থাকবে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
এছাড়া, ঈদ উপলক্ষে আগামী ১৭ জুন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে ১৬ জুন থেকে শনিবার বাদে অন্যান্য সরকারি ছুটির দিনে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।