৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই সূচি সরকারি কর্ম কমিশন (পিএসসি) বুধবার প্রকাশ করেছে।

পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষাগুলো রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ২ মার্চ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। প্রিলিমিনারি পরীক্ষা ২০২২ সালের ২৭ মে অনুষ্ঠিত হয় এবং ২৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হয়। এতে ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব বিভাগে ৩০ জন, কর বিভাগে ১১ জন, সমবায়ে ৮ জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যে ৭ জন, তথ্য বিভাগে ১০ জন, ডাক বিভাগে ২৩ জন, বাণিজ্য বিভাগে ৬ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন, খাদ্য বিভাগে ৩ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ দেওয়া হবে।