সৌদি আরবের বাদশাহ সালমান ফুসফুসের প্রদাহে আক্রান্ত হয়েছেন। রোববার স্বাস্থ্য পরীক্ষায় এটি ধরা পড়ে। তাকে জেদ্দার আল সালাম প্রাসাদে রেখে চিকিৎসা দেওয়া হবে বলে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ৮৮ বছর বয়সী বাদশাহকে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হবে যতক্ষণ না তার প্রদাহ সেরে ওঠে।

বাদশাহ সালমানের অসুস্থতার কারণে যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার জাপান সফর স্থগিত করেছেন। জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদশাহ সালমানের জ্বর ও অস্থিসন্ধির ব্যথার কারণে আল সালাম প্রাসাদের ক্লিনিকে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

২০১৫ সালে বাদশাহ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত এপ্রিলে বাদশাহ সালমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আজ সোমবার যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জাপান সফরে যাওয়ার কথা ছিল, যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলার কথা ছিল। সেখানে জাপানের সম্রাট নারুহিতো এবং প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল।

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি এক সংবাদ সম্মেলনে জানান, বাদশাহর শারীরিক অবস্থার কারণে যুবরাজ মোহাম্মদের সফর স্থগিত করা হয়েছে। ২০ তারিখ থেকে এ সফর শুরু হওয়ার কথা ছিল।

যুবরাজের সফর বাতিলের ব্যাপারে সৌদি দূতাবাসের কাছে রয়টার্স জানতে চেয়েছিল, তবে তাৎক্ষণিক কোনো উত্তর পাওয়া যায়নি।