জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে শেষ দুই ম্যাচের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই ম্যাচের জন্য দলে ফিরেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দল থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ও আফিফ হোসেন আর পেসার শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

 

জাতীয় দলের হয়ে ১টি টি-টোয়েন্টি খেলা ওপেনার পারভেজ চলতি সিরিজে একটি ম্যাচেও দলে সুযোগ পাননি। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে সর্বশেষ জাতীয় দলে খেলা আফিফকেও বসে থাকতে হয়েছে এই সিরিজে। সাকিব সিরিজের প্রথম তিন ম্যাচে না খেলায় ধারণা করা হয়েছিল, মিডল অর্ডারে আফিফকে দেখা যেতে পারে। শেখ জামালের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার কারণে সিরিজে প্রথম তিন ম্যাচে খেলেননি সাকিব। পেসার শরীফুল ইসলাম জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে প্রথম দুই ম্যাচে খেলেছেন। এমন আহামরি কোনো পারফরম্যান্স (১/২৬, ০/৩৭) তাঁর ছিল না।

শেষ দুই ম্যাচে দলে তিনটি পরিবর্তন নিয়ে কথা বলেছেন বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক। বিসিবির ভিডিওবার্তায় শরীফুলকে বিশ্রাম দেওয়া নিয়ে রাজ্জাক বলেছেন, ‘শরীফুলকে বিশ্রাম দেওয়া হয়েছে পরিবারকে সময় দেওয়ার জন্য।’

গত ১ মে আইপিএলে নিজের শেষ ম্যাচটা খেলে বাংলাদেশে ফেরেন মোস্তাফিজ। ৩ মে থেকে শুরু হওয়া জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে খেলেননি এই পেসার। তাঁর ব্যাপারেও একই ব্যাখ্যা দিয়েছেন রাজ্জাক, ‘সে যখন ভারত থেকে এসেছে, তার সঙ্গে কথা বলেই ঠিক করা হয়েছে যে, পরিবারকে একটু সময় দেওয়ার দরকার আছে। অনেক দিন ধরেই ক্রিকেটের মধ্যে রয়েছে।’

সৌম্যর অন্তর্ভুক্তি ও পারভেজের বাদ পড়া প্রসঙ্গে রাজ্জাকের ব্যাখ্যা, ‘সৌম্য সরকার ও পারভেজ ইমনের ব্যাপারটা যেটা, সৌম্য যেহেতু চোটে ছিল, ও এখন খেলার জন্য ফিট হয়েছে। আমরা চাই ওকে ম্যাচ পরিস্থিতিতে দেখতে, ও কী অবস্থায় আছে তা বুঝতে। এ জন্য পরিবর্তনটা করা। যদিও পারভেজ কোনো ম্যাচ পায়নি। তবে ও আমাদের টি-টোয়েন্টি সিস্টেমের মধ্যেই আছে।’

সাকিবের দলে ফেরা নিয়ে রাজ্জাক বলেছেন, ‘স্বাভাবিকভাবেই সাকিব তো ছুটিতে ছিল। ছুটি থেকে আসার পর প্রিমিয়ার লিগ খেলেছে এবং আমাদের চিন্তাতেই ছিল, বিশ্বকাপ খেলার আগে কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলবে। শেষ দুটি টি-টোয়েন্টির জন্য আমরা ওকে আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম।’

সাকিবকে জায়গা ছাড়তে আফিফের বাদ পড়া প্রসঙ্গে রাজ্জাকের ব্যাখ্যা, ‘আফিফের ক্ষেত্রেও একই জিনিস, যারাই এই দলে আছে, সবাই কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে আছে। সিস্টেমের বাইরে কেউ না। যদিও হয়তো সবাইকে সব সময় সুযোগ দেওয়া সম্ভব হয় না, দলের কম্বিনেশনের কারণে।”

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। শুক্রবার চতুর্থ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি রোববার শুরু হবে সকাল ১০টায়।

এই দুই ম্যাচের টিকিট পাওয়া যাবে অনলাইনেও। এ ছাড়া মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। ম্যাচের দুই দিন আগে, আগের দিন এবং ম্যাচের দিন সেখানে টিকিট পাওয়া যাবে। অনলাইনে কেনা টিকিট সংগ্রহ করতে হবে শেরেবাংলা স্টেডিয়ামে এক নম্বর গেটের পাশে টিকিট কাউন্টারে।

শেরেবাংলা স্টেডিয়ামে এই দুই ম্যাচের জন্য গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের দাম ১৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা। ক্লাব হাউজ ৫০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৩০০ টাকা এবং পূর্ব গ্যালারি ২০০ টাকা।

বাংলাদেশ দল:

নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।